Thursday, October 2, 2025
spot_img
HomeScrollকল্যাণী B-৭ মনিমালা পার্ক পুজোর অন্য ধরনের থিম
Durga Puja 2025

কল্যাণী B-৭ মনিমালা পার্ক পুজোর অন্য ধরনের থিম

কল্যাণীর মনিমালা পার্ক পুজোয় থিম ‘মুখোশ’, ভিড় উপচে পড়ছে দর্শনার্থীদের

কল্যাণী: কল্যাণী বি-৭ মনিমালা পার্কের (Kalyani B7 Manimala Park) পুজো (Durga Puja) মণ্ডপ এবছর নজর কেড়েছে দর্শনার্থীদের। তাঁদের এ বছরের থিম— ‘মুখোশের আড়ালে মুখ’ (Theme Puja)।

মণ্ডপের চারপাশ জুড়ে শিল্পকলার ছোঁয়ায় ফুটে উঠেছে নানান রঙের মুখোশ ও মানুষের মুখের অভিব্যক্তি। শিল্পীরা রঙ, কাঠ ও কাপড় দিয়ে তৈরি করেছেন অনন্য সজ্জা। প্রতীকী রূপে বোঝানো হয়েছে মানুষের ভেতরকার নানা আবেগ, যা অনেক সময় মুখোশের আড়ালে লুকিয়ে থাকে।

আরও পড়ুন: আশ্বিন শুক্লা নবমীতে কেমন কাটবে দিন, জানুন রাশিফল

দর্শনার্থীরা জানাচ্ছেন, থিমের কল্পনা যেমন অভিনব, তেমনই মণ্ডপের কারুকার্যও চোখে পড়ার মতো। সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড়। কল্যাণীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই মণ্ডপ।

Read More

Latest News